Windows7/8 কে ইউএসবি থেকে ইনস্টল দিন

অনেক সময় ইউএসবি ডিক্স থেকে উইন্ডোজ ইনস্টল করার প্রয়োজন হয়। উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ কে সহজেই ইউএসবি বুটেবল করার যায় মাইক্রোসফটের একটি টুলস দ্বারা। এজন্য প্রয়োজন উইন্ডোজের আইএসও ফাইল, ইউএসবি ডিক্স এবং এই টুলসটি।
win8 Read the rest of this entry »

Posted in উইন্ডোজ. ট্যাগ সমুহঃ , . Leave a Comment »

উইন্ডোজের সুর বদল করুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু এবং বন্ধ করার সময় চাইলেনানা ধরনের সুর শোনা যায়। এতে সাধারণত স্বয়ংক্রিয়ভাবে সুর ঠিক করা থাকে। ইচ্ছে করলে এ সুর বদলানো যায়। এ জন্য *.wav ফাইল নির্বাচন করতে হবে। তবে ফাইলটির আকার ১ মেগাবাইটের মধ্যে হতে হবে। আপনার পছন্দের সুরটি অন্য ফরম্যাটে থাকলে *.wav-এ রূপান্তর করে নিন। এবার পছন্দের সুরটি Windows XP Startup ও Windows XP Shutdown নামে সংরক্ষণ (সেভ) করুন। এবার ফাইলদুটি C:\Windows\Media-তে কপি অথবা পেস্ট করলেই তা উইন্ডোজের সুর হিসেবে বাজবে। Read the rest of this entry »

আপনার ইচ্ছামতো উইন্ডোজের উল্টাপাল্টা ড্রাইভ লেটারগুলো সাজান

অনেক সময় উইন্ডোজের ড্রাইভ লেটারগুলো উল্টাপাল্টা দেখায় যেমন D কে দেখায় F আবার সিডিরমকে E দেখানোর কথা দেখায়D । এ সমস্যা ঠিক করা যায় খুব  সহজে। আপনি ড্রাইভ লেটারগুলোকে সাজাতে পারেন আপনার ইচ্ছামতো।  সেই পরিবর্তন টা করা যায় উইন্ডোজের ভিতর থেকেই

Start→Control Panet→ Administrative Tools→ Computer Management→ Storage→Disk Management

তারপর হাডডিস্ক সিলেক্ট করুন।পাটিশন এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন তাহলে দেখবেন ড্রাইভ লেটার চেন্জ অপশন আসবে। Read the rest of this entry »

Posted in উইন্ডোজ. ট্যাগ সমুহঃ . Leave a Comment »

নিবাপত্তা: ব্যাক্তিগত ফোল্ডার তৈরী

সাধারণত বাসার বা অফিসের কম্পিউটারের একাধিক ব্যবহারকারী (ইউজার) থাকে ফলে গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে বা লুকিয়ে রাখা যায়না। বিনামূল্যে পাওয়া ফোল্ডার লক বা এ জাতীয় সফটওয়্যার ব্যবহার করেও তথ্যে নিরাপত্ত্বা নিশ্চিত করতে পারা সম্ভব হয়ে উঠে না। কিন্তু আপনি যদি এ্যাডমিনিষ্টিটেটর একাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে সহজেই আপনার দরকারী ফোল্ডার প্রাইভেট করে রাখতে পারেন ফলে অন্যকোন ইউজার আপনার ফোল্ডার দেখতে, কপি করতে বা মুছতে পারবে না। Read the rest of this entry »

My Computer Properties এ ছবি যুক্ত করূন

আপনার কম্পিউটারের প্রপার্টিজ এ যদি আপনার অথবা আপনার পছন্দের কোন ছবি দেখতে চান তবে নিম্নোক্তভাবে কাজটি করতে পারেন। এজন্য যে ছবিটি আপনি পছন্দ করবেন সেটি অবশ্যই সর্বোচ্চ ১৮০x১১৪ (চওড়া x লম্বা) পিক্সেল সাইজের হতে হবে। ছবিটি C:\WINDOWS\System32 ফোল্ডারে oemlogo.bmp নামে সেভ করুন। কোন ছবি rename করে oemlogo.bmp করলে হবে না। ছবিটি যেকোন Picture editor (যেমন Adobe Photoshop) এ open করে bmp format এ save as করতে হবে। Read the rest of this entry »

FAT ড্রাইভকে NTFS এ রূপান্তর করা

কোন রকম ডাটা লস ছাড়া FAT  ফাইল সিস্টেম থেকে NTFS ফাইল সিস্টেমে ড্রাইভ কনভার্ট করার কমান্ডঃ

Command prompt এ গিয়ে Type করুন-

অর্থাৎ Start থেকে Run এ লিখুন cmd এবং এন্টার চাপুন তার যে লেখার জায়গা তাতে নিম্নরূপ কমান্ডটি দিন, ব্যাস কাজ শেষ।

CONVERT <ড্রাইভ নেম (C:/ or D:/)>/FS:NTFS